সমবায় সেবা

সেবায় ঐক্য- উন্নতি- সমৃদ্ধি ...

ব্যবহারিকা
 Close

সমবায় সমিতিকে সেবা প্রদানই অন্যতম লক্ষ্য।


** সমিতির তথ্য অনুসন্ধান যা সমবায় সমিতি ও সদস্য বা কর্মকর্তাদের সহায়ক হতে পারে।

০১। ‘সমিতি সেবা’ এই পাতাটি আপাতত শুধুমাত্র সিরাজগঞ্জ জেলার সমবায় সমিতির জন্য তৈরী। পেজের বাম পাশে জেলার নাম সিরাজগঞ্জ ডিফল্ট হিসাবে রয়েছে। এরপর নিচে রয়েছে নিবন্ধন নম্বর ও তারিখ ফিল্ড এবং তার নিচে রয়েছে সমিতির আই.ডি ফিল্ড। সিরাজগঞ্জ জেলার যে কোন সমবায় সমিতি লিঃ এর সঠিক নিবন্ধন নম্বর ও তারিখ অথবা সমিতির আই.ডি. নম্বর এই দুটোর মধ্যে যে কোন একটি বসিয়ে খুজুন বাটনে ক্লিক করে তার সমিতির গুরুত্বপূর্ণ তথ্য সমূহ দেখতে পাবেন অনায়াসে।

০২। উল্লিখিত সেবাটি ছারা অন্য সকল সেবা দেশের সকল সমবায় সমিতি গুলি তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। অন্য সেবা গুলি উপরের মেনু বারে ক্রমান্বয়ে রয়েছে।

০৩। মেনুবারের প্রথমে রয়েছে নমুনা উপ-আইন। এখানে কিছু উপ-আইন লিংক রয়েছে যা সহজেই ডাউনলোড করে নেয়া যাবে। উপ-আইন গুলির মধ্যে বেশির ভাগই পরিবর্তনযোগ্য ওয়ার্ড ফরমেটে। সমবায় সমিতি গুলি সমবায় আইন ও বিধিমালার সাথে সঙ্গতি রেখে তাদের উপ-আইন পরিবর্তন করতে পারবেন।

০৪। মেনুবারের দ্বিতীয় মেনুতে রয়েছে সমবায় সমিতি আইন ও বিধিমালা। এখান থেকে সহজেই ডাউনলোড করে নেয়া যাবে।

০৫। এরপরের মেনুবারে রয়েছে নিবন্ধনের জন্য আবেদন ফরম। প্রস্তাবিত সমিতির নিবন্ধন প্রাপ্তির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ফরম। এখানে ক্লিক করলে একটি ফরম আসবে। উক্ত ফরমটি ভালোভাবে পূরণ করে ‘আবেদন তৈরী করুন’ বাটনে ক্লিক করলে প্রস্তাবিত সমিতি তাদের নিবন্ধন সংক্রান্ত যাবতীয় কাগজপত্র পেয়ে যাবেন খুব সহজেই।

০৬। পরের মেনুবারটিতে ক্লিক করে আপনার মতামত/ পরামর্শ/ আরো কি সেবা দেয়া যেতে পারে ইত্যাদি জানাতে পারেন। আপনার পরামর্শ এই সেবাকে আরো সমৃদ্ধ করে তুলবে ইনশাল্লাহ।

যাযাক আল্লাহ্ খয়রান।

Presentation
Presentation-2
easy_act_law